বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওমানে পৌঁছেছে। সোমবার (৪ অক্টোব) ভোর ৬টার দিকে মাহমুদউল্লাহদের বহনকারী বিমান মাস্কটে পৌঁছায়।
এর আগে রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে ওমানের পথে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
ওমানে পৌঁছেই একদিনের রুম কোয়ারেন্টাইনে চলে গেছে বাংলাদেশ দল। এরপর কাল ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।