এমএলএ হিসেবে আগামী ৭ অক্টোবর বেলা ১২ টায় শপথ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে শপথ নেবেন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের জয়ী দুই প্রার্থীও। শপথগ্রহণ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়।
সোমবার (৪ অক্টোবর) পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জি শপথগ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে আলোচনা করেন।
পরিষদীয় দপ্তর থেকে মন্ত্রী চিঠি লিখে জানিয়েছেন, ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমএলএ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ৩০সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩ অক্টোবর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো। অতীতে সব নজির ভেঙে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জি।
ভবানীপুরে এবার মোট প্রার্থী ছিলেন ১২ জন। নির্বাচনে বিজেপি থেকে মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।