আইন বর্হিভূতভাবে জাতিগত হাজারা গোষ্ঠীভুক্ত ১৩ আফগান নাগরিককে হত্যা করেছে তালেবান। তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় দায়কুন্দি প্রদেশের খাদির জেলার কাহোর গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। কাবুলে প্রবেশের ১৫ দিন পর ৩০ আগস্টে এই হত্যাকাণ্ডে হাজারা জনগোষ্ঠীভুক্ত সাবেক আফগান সামরিক বাহিনীর ১১ সদস্য ও দুই বেসামরিক লোক নিহত হয়।
এদিকে দায়কুন্দি প্রদেশে তালেবানের নিয়োগ দেয়া পুলিশ প্রধান সাদিকুল্লাহ আবিদ এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই দিন সাবেক আফগান বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে এক তালেবান যোদ্ধা আহত হয়েছিলো।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে হাজারা গোষ্ঠীভুক্ত নাগরিকদের হত্যার অভিযোগ পাওয়া গেলো। এর আগে প্রথম গজনি প্রদেশে তালেবান যোদ্ধারা চলতি বছরের জুলাই মাসে নয় হাজারাকে হত্যা করে।
সূত্র : আলজাজিরা