দীর্ঘ সময় পর দলীয় কার্যালয়ে রিজভী

দীর্ঘ প্রায় সাড়ে ছয় মাস পর বুধবার (৬ অক্টোবর) দলীয় কার্যালয়ে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি এ দীর্ঘ সময়ে করোনায় আক্রান্ত ছিলেন।

এর আগে সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন। ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট এলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এদিকে রিজভী দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে অফিস করায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে । এর পর করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ৯ মে বাসায় ফিরেছিলেন তিনি।