রাজশাহীর নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলা পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ জনকে খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দরিখড়বোনা আমবাগানের রাজন, একই এলাকার সাজু, নাটোর লালপুর এলাকার বয়া, দূর্গাপুর থানার দাউদকান্দি এলাকার ইসমাইল ও বাগমারা এলাকার রেন্টু।
আদালত সূত্র জানায় , ২০১০ সালের ১৫ মার্চ রাতে রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ খুন হন। এ ঘটনায় রাজুর বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ পাঁচজনের ফাঁসি ও ৯ জনকে অব্যাহতির আদেশ দেয় দ্রুত ট্রাইব্যুনাল আদালত।