পুরনো খেলা বন্ধ করুন : আফজাল হোসেন

ধর্ম নিয়ে রাজনীতির পুরনো খেলায় সমাজ ও সভ্যতার অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশে এদের কুশীলবরা চিহ্নিত। তারা আবারো গুজব সৃষ্টি করে রাজনীতির ফায়দা হাসিল করতে চায়। দেশ প্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।

আজ বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) পটুয়াখালী, দুমকি, মৃজাগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। শেখ হাসিনার সরকারের সময় শান্তি গণতন্ত্র উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এ শান্তি অনেকের সহ্য হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধা গ্রস্থ করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আজ মরিয়া হয়ে উঠেছে। যারা বায়তুল মোকাররম মসজিদে হাজার হাজার কোরআন পুড়িয়েছিল তারাই পবিত্র কোরানকে অবমাননার নতুন ষড়যন্ত্রে লিপ্ত।

আফজাল হোসেন বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিবেক বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সহ-সভাপতি কাজী রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম বাদল, এডভোকেট দেলোয়ার হোসেন সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।