শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগের আশ্রয়ন কর্মসূচি

শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যাগে আলোচনা সভা, প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও আশ্রয়ন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারাদেশে ২২টি গৃহহীন পরিবারকে আবাসনের ঘর দেওয়া হয়।

আজ রবিবার ( ১৭ অক্টোবর) সকাল ১১ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যাগে আলোচনা সভা, প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও আশ্রয়ন প্রকল্প কর্মসুচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চীফ হুইপ জনাব নুর-ই- আলম চৌধুরী লিটন এমপি । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

সভায় উপস্থিত ছিলেন যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নুর-ই- আলম চৌধুরী লিটন এমপি বলেন, রাসেল আমার সহপাঠি ছিলো। তার সাথে আমার অনেক স্মৃতি  রয়েছে। রাসেল খুব সাহসী এবং টেলেন্ড ছিলো। রাসেল যদি বেচে থাকতো তাহলে হয়তো আজ সে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসতো। ১৫ আগষ্টের হত্যা কান্ডকে আমার শক্তিতে পরিনত করে সকল অপশক্তিকে রুখে দিতে হবে।

প্রধান বক্তা মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি বলেন, শেখ রাসেল বেচে থাকলে দীপ্ত যুবক হতেন।বাংলাদেশের উন্নয়নের প্রতিক হতেন। আজকের দিনে শেখ রাসেলের কথা মনে হলে খুবই কষ্ট হয়। মানুষ কতটা খারাপ হলে ৮ বছরের একটা শিশুকে হত্যা করে। পৃথিবীর কোথাও এমন নজির নেই।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ১০ বছরের শিশু রাসেল ইতিহাসের সব থেকে জগন্যতম রাজনৈতিক হত্যার শিকার। খুনিরা সেদিন রাসেল কে বার বার মিথ্যা আশ্বাস দিয়ে মানুষিক নির্যাতন করেছিলো।বুলেটে হত্যার আগে তাকে মানুষিক ভাবে হত্যা করে জিয়া মোস্তাকেরা।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা। যুবলীগ প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহহীন মানুষকে সহায়তা করছে। সামনে আরো করবে।