সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না: ফখরুল

সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খায় কারা আওয়ামী লীগের লোকেরা খায়। তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ায় আবার টোল আদায় করে।

দেশের মানুষের এখন নাভিশ্বাস উঠেছে। ’
শুক্রবার(২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে, বিএনপি মহাসচিব প্রশ্ন করেন, আপনারা কি বাজারে যান সবাই হ্যাঁ জবাব দিলে, তিনি আবার প্রশ্ন করেন, বাজারে কি আগুন দেখতে পান চাল-ডাল-তেলের দাম কমছে না বাড়ছে বাড়ছে বন্ধুগণ। ডিম, চিনি, কেরোসিন তেল, শশা কাঁচা বাজার, একটা জিনিসও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই।

সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না। খায় কারা, আওয়ামী লীগের লোকেরা খায়।
তারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় আবার চাঁদা নেয়। উত্তরবঙ্গ থেকে যে সবজি আসে সেই ট্রাক থেকে পথে পথে টোল আদায় করে। দেশের মানুষের এখন নাভিশ্বাস উঠেছে। তাদের শ্বাস গলায় আটকে গেছে, আর পারে না। তারা এখন বার বার বলে আর কতদিন, আর কত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করবো।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন যে ‘আমাদের প্রধানমন্ত্রী দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান। অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে সেটা দেখতে চান। ’ ভূতের মুখে রাম নাম। তিন তিনটা ইলেকশন ধ্বংস করলো, ভোটাধিকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শরীয়তপুরের এমপি বলেছেন, আমি ঠিক করে দেব কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে। অন্য কেউ দাঁড়াতে পারবে না।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে না, তারা কারও সমালোচনা সহ্য করতে পারে না। সহনশীলতা বলতে কিছু নেই। আওয়ামী লীগ যে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিকল্পিতভাবে ধ্বংস করছে।