
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য চলতি বছরের ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হননি।
এদিন তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবীরা সময় আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এএইচএম রুহুল ইমরান অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেন।








