জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বাড়ানোয় দেশে দরিদ্র মানুষ এবং জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিএনপি।
সোমবার (৮ নভেম্বর) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ আশঙ্কা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচিত বিষয়গুলো জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা এলপিজি গ্যাসের দামও বাড়নো হয়। কৃষকসহ জনজীবনে এসবের নেতিবাচক প্রভাব পড়েছে। এ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আইজিডি এবং পিপিআরসি যৌথ জরিপে দেশে করোনাকালে তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও ভ্রান্তনীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনাকালে অপরিকল্পিত বিধিনিষেধের কারণে দরিদ্রের সংখ্যা আরও বেড়েছে।’
সভায় সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।