ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
পরীক্ষায় সম্মিলিতভাবে (বিজ্ঞান, মানবিক, ব্যবসায়) ২ হাজার ৬৫৫ আসনের বিপরীতে পাস করেছে ৪ হাজার ৪৯৫ জন। পরীক্ষা দিয়েছিল ৫ হাজার ৫৪৫ জন। পাসের হার ৮১.০৬ শতাংশ।
এবার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ফাতেমা তাসনিম রাইসা নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিলেন।
শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে (collegeadmission.eis.du.ac.bd) ফল জানতে পারবে। অথবা মুঠোফোনে DU GOC Roll no টাইপ করে 16321-এ সেন্ড করে করে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে।