রাজধানীর অভিজাত ধানমন্ডি ক্লাব লিমিটেডের ২০২২-২৩ সেসনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ বাবু ।
আজ শনিবার (২৭ নভেম্বর) সকালে ধানমন্ডি ক্লাব লিমিটেডের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ছাড়াও পরিচালনা পরিষদের আরও ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, হাজী ইলিয়াছুর রহমান বাবুল, জাকির হোসেন স্বপন, আজিজুল হক রতন, ড. যশোদা জীবন দেবনাথ ( সিআইপি), মাকসুদুর রহমান স্বপন, ওয়াহিদুল ইসলাম, নাসিরুল হাসান সজীব, মনির হোসাইন তপন, মো.আলম হোসাইন এবং মোহাম্মদ তবারক হোসাইন।