তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও থামানো যায়নি সহিংসতা। বিজিবি সদস্যসহ ৫ জেলায় প্রাণ গেছে ৬ জনের। এর মধ্যে ৫ জনই মারা গেছেন রোববার রাতে ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে ভোট গণনার সময় প্রার্থীদের সমর্থকরা পুলিশ ও বিজিবির সাথে সংঘর্ষে জড়ায়। এসময় গুলিতে নিহত হন মোহম্মদ মোজাহারুল ও সাহাবুলি হোসেন নামে দুই ব্যক্তি।
এছাড়া নীলফামারীর কিশোরগঞ্জ গাঢ়াগ্রাম ইউনিয়নে ভোট গণনার সময় সংঘর্ষে রুবেল হোসেন নামে এক বিজিবি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নরসিংদীর রায়পুরায় ভোট গণনার সময় সহিংসতায় নিহত হন আরিফ নামে এক যুবক। মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়ন ও লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষে প্রাণ যায় আরও ২ জনের। এছাড়া মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুর অভিযোগ করেছে নিহতের পরিবার।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটগ্রহণ চলার সময় সংঘর্ষে নিহত হন ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান। এদিকে, ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়নেও রোববার রাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।