জমে উঠেছে বারভিডা নির্বাচনের প্রচারণা

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ২০২১- ২০২৩ সেশনের নির্বাচন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে চলেছে জমকালো রাজকীয় নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীদের প্রচারণায় এক উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।

এবারই এই প্রথম বারভিডা নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।বারভিডার সাবেক সভাপতি জনাব হাবিবুল্লা ডন এর নেতৃত্বে “সম্মিলিত পরিষদ”, বর্তমান সভাপতি জনাব আব্দুল হকের নেতৃত্বে “গণতন্ত্র পরিষদ” এবং সাবেক সাধারন সম্পাদক জনাব হাবিবুর রহমানের নেতৃত্বে “স্বাধীনতা পরিষদ” নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচনে ব্যাপক প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে সম্মিলিত পরিষদ।এ পরিষদের মোট প্র্রার্থী হলো ২৫ জন। তারা হলেন, এ.এম কর্পোরেশনের মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, মরিয়ম কারস লিমিটেডের হাজী মোঃ ইউনুস আলী, স্টার অটোমোবাইলের মাহবুবুল হক চৌধুরী বাবর, অটো প্লাসের আবু হোসেন ভূইয়া (রানু), ট্রাষ্ট অটো কারসের মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), কার সিলেকশনের মোঃ আসলাম সেরনিয়াবাত, রিয়াজ মটরসের রিয়াজ রহমান, জি.এম ট্রেডিংয়ের মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, নিউ অটো গ্যালাক্সিয়ের মোঃ নজরুল ইসলাম আলম, আর এ এন্টার প্রাইজের বেলাল উদ্দিন চৌধুরী, অটো স্টারের এ.বি.সিদ্দিক, এফএনএস অটোর ফরিদ আহমেদ, নিউ কার ইম্পোরিয়ামের কায়সার মোরশেদ ( সোহেল) ,সাদিয়া কার লিমিটেডের আবুল বাশার মোল্লা, এস.বি কর্পোরেশনের মিজানুর রহমান (বাবুল), মজুমদার এন্টার প্রাইজের আকতার হোসেন মজুমদার, কার বাজারের মাসুদ আলম, আজাদ ট্রেডিং এজেন্সির মোহাম্মদ মাসুদ আলম, স্কাই ট্রিয়ের মশিউর রহমান, আশরাফিয়া অটোকারের আশরাফুল হক (টিটু), এ.টি.এম পাওয়ার বাংলাদেশের পারভেজ মজুমদার, আহসান ট্রেডিংয়ের আহসানুল হক( মুন্না) ,তাসিন এন্টার প্রাইজের জসিম উদ্দিন, জুয়াইরাহ অটোমোবাইলের নজরুল ইসলাম ও হেদায়াত কারসের হেদায়াত উল্লাহ শেখ।

অন্যদিকে ‘গণতন্ত্র পরিষদ’ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, এ পরিষদের প্রার্থী সংখ্যা হলো ২৫জন, তারা হলেন, হক’স বেয়ের আবদুল হক, এইচ.এন.এস অটোমোবাইলসের মোহাম্মদ শহীদুল ইসলাম, জাপান’স অটোর আনিছুর রহমান, নুসরাত ট্রেডিংয়ের এমডি আবদুল আউয়াল, টয়োটা কালেকশনের জাফর আহমেদ, জবা অটো ট্রেডিংয়ের আসফেউর রায়হান বাপ্পী, হাবিব এন্ড ব্রাদার্সয়ের ডা. হাবিবুর রহমান খান, শাকিল আহমেদ ট্রেডিংয়ের শাকিল আহমেদ, পোর্ট সিটি অটোমোবাইলসের আরশাদ আলম, এস.এম অটোমোবাইলসের মো. মুজিবুর রহমান, নিহন ট্রেডিং কর্পোরেশনের যতি লাল দাস, আই.আর.স্পিডের এস.এম.ইকবাল শামীম, রাব্বানী অটোসের গোলাম রাব্বানী, ইয়োকোহোমা ক্রেস্ট বিডিয়ের আহসানুর রহমান আরজু, অটো লিংকের সাইফুল আলম, অটো বিজের খন্দকার আবদুল মুমিন, আরএমআই অটোমোবাইলসের এস.এম মনসুরুল কবির, জেনিমেক্স ট্রেডিংয়ের জহির উদ্দিন মোঃ বাবার চৌধুরী, ভূইয়া এন্টারপ্রাইজের মনিরুল ইসলাম ভূইয়া, এ.এন এন্টারপ্রাইজ এন্ড কো. সৈয়দ জগলুল হোসেন, ইউ-কারসের বেনজির আহমেদ, বিসমিল্লাহ কারস লিঃয়ের মোহাম্মদ হুমায়ুন রশীদ, লেক্সাস কার লিমিটেডের পুনস শারমিন ঝিলমিল, কার এক্সিভিশনের আতিকুর রহমান এবং অটো ওয়াল্ডের সৈয়দ আখতার হেসেন ।

‘স্বাধীনতা পরিষদ’ তাদের প্রচারণার মাধ্যেমে দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, তাদের প্রার্থী সংখ্যা ১৮জন, তারা হলেন, এম/এস ফোর হুইলারসের মো: হাবিবুর রহমান, এম/এস সুপার কারসের আনিসুর রহমান খান, এম/এস আজাদ ট্রেডিংয়ের রায়হান আজাদ, এম/এস জেডএইচ অটোর জিয়াউল ইসলাম জিয়া, এম/এস আইবিএম অটোমোবাইলের ইকবাল হোসাইন, এম/এস এঞ্জেলের সৈয়দ মোহাব্বত হোসাইন ( সজল), এম/এস এমবি অটোমোবাইলের আবু বকর, এম/এস আলি কার কালেকশনের বেলায়াত হোসাইন, এম/এস রামি গ্লোবাল বিডিয়ের মোখলেসুর রহমান, এম/এস কবির অটোর কাউসার হামিদ, এম/এস রিমি অটোর জসিম উদ্দিন মিন্টু, এম/এস নাওয়ার ইন্টারন্যাশনালের মাহবুবুর রহমান, এম/এস ফুলকলি অটোমোবাইলের জহির উদ্দিন, এম/এস লিজা কারের মোস্তফা আলী হোসাইন,এম/এস এ.আর অটো কারের লাবু মিয়া, এম/এস মটর লাইনের আহসান চৌধুরী, এম/এস বাবুল ওয়াল্ড ট্রেডের খলিল উল্লাহ এবং এম/এস সেমফান অটোর ইমামুল হাসান।

সমগ্র দেশে বারভিডার মোট ভোটার সংখ্যা ৬৭০ জন।আগামী ৯ ডিসেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই নির্বাচন । এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৮ জন প্রার্থী । এর মধ্যে থেকে ২৫ জন নির্বাচিত হবেন। নির্বাচিত দের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা কমিটি গঠন করবেন।