সরকারি মাদরাসা-ই আলিয়ার আবাসন সংকট নিরসন ও হলের জায়গা দখল করে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) চতুর্থ দিনের মত ক্যাম্পাস ছিলো উত্তপ্ত।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, ঢাকা আলিয়ার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র:) হল দখল করে মাদ্রাসা শিক্ষা অধিদফতর নির্মাণের খবর চাউর হলে প্রতিবাদে ফুসে উঠে সাধারণ ছাত্ররা। এর মধ্যে গত শনিবার ঢাকা আলিয়ার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান প্রস্তাবিত প্রকল্পের অনুমতি পত্রে স্বাক্ষর করার পরপরই সাধারণ ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে। এক পর্যায়ে কাশগরী হলের কয়েকশ ছাত্র ক্যাম্পাসে মিছিল নিয়ে উপস্থিত হয়ে প্রফেসর আলমগীর রহমানের কাছে অনুমতি পত্রে স্বাক্ষর করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন”আমি উপরের নির্দেশে সাইন করেছি”।
এদিকে চলমান আন্দোলনের চতুর্থ দিন মঙ্গলবার শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে বকশীবাজার বাজার এলাকা উত্তপ্ত উঠে।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন ‘মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা মাদরাসা ছাত্রদের দীর্ঘদিনের প্রাণের দাবী ; কিন্তু আলিয়া মাদরাসার ঐতিহ্য নষ্ট করে নয়। সরকার চাইলে অন্য যে কোনো নতুন জায়গায় অধিদপ্তর ভবন নির্মান করতে পারে। তাছাড়া সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ১০০০০ শিক্ষার্থীদের মধ্যে শুধু ৩৫০ জন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা রয়েছে। কমপক্ষে ৩০০০ ছাত্রের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার পরে জায়গা থাকলে অন্য কোনো স্থাপনা তৈরি করবে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অবাসন ব্যবস্থা নিশ্চিত না করা হলে প্রয়োজনে আমরা আমাদের পূর্বসূরীদের ন্যায় রক্তের বিনিময়ে হলেও আমাদের দাবি আদায় করব এবং মাদ্রাসা ঐতিহ্য অক্ষুন্ন রাখব।
দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা