
পাকিস্তান হারানোর বেদনা বিএনপির নেতারা আজও ভুলতে পারেনি তাই স্বাধীনতার কোন অর্জনই তারা চোখে দেখে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন। তার প্রেরণায় উজ্জীবিত হয়ে আমাদের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা আকাঙ্খাকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্রই এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অধ্যাপিকা শিরীন আক্তার মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডঃ কে এম নূরুন্নবী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।









