গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের মন্তব্য, প্রবাসীদের শোষণ করা হলেও কথা বলার কেউ নেই। তিনি বলেন, অন্যান্য গন্তব্যে টিকিটের দাম বাড়েনি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে। অথচ মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা যায়। বড়লোকের টিকিটের দাম বেড়ে গেলে ঠিকই পত্রিকায় লেখালেখি হতো।
রবিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নুরের অভিযোগ, ‘আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কীভাবে ভোগান্তির শিকার হয়েছে আমরা সবাই জানি। তাদের গোসল ও খাওয়ার ব্যবস্থা নেই। করোনা প্রতিরোধক টিকার অভাবে অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। টিকার প্রক্রিয়া সরকার ঠিকঠাক করতে পারেনি।’
ডাকসুর এই সাবেক ভিপির প্রশ্ন, ‘বিদেশে কেউ মারা গেলে লাশ আনার জন্য কেন দাবি জানাতে হবে?’ তার মতে, ‘এগুলো তো সরকারের দায়িত্ব। প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে নিজেদের দাবি-দাওয়া জানাতে হচ্ছে।’
অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নুর, ‘আগামীতে অধিকার আদায়ের পাশাপাশি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যার যার জায়গা থেকে শামিল হতে হবে।’