কোন প্রকার যোক্তিক কারণ ও পূর্ব ঘোষণা ছাড়াই সারকারি মাদ্রাসা-ই- আলিয়ার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র) হল বন্ধ করে দিয়েছে মাদ্রাসা প্রশাসন।
বুধবার (৫ জানুয়ারি) সকালে কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই হল বন্ধ ঘোষনা করে শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
ছাত্রদের অভিযোগ, হল সুপারের বাসা ভেঙ্গে হলের ভিতরে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের ভবন করার পায়তারা করছিলো মাদ্রাসার অধ্যক্ষ ও অধিদপ্তরের লোকজন,এর প্রতিবাদ জানিয়ে আসছিলো সাধারণ শিক্ষার্থীরা।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (৪ ডিসেম্বর) মাদ্রাসা বন্ধ ঘোষণা করে মাদ্রাসা প্রশাসন।
হলের শিক্ষার্থীরা বলেন,১৬ জানুয়ারি থেকে আমাদের ফাজিল পরীক্ষা শুরু,এ সময় কোন কারণ ছাড়াই হল বন্ধ করে দেওয়া হয়েছে,আমরা এখন কই যাবো?
মারুফ হোসেন নামে এক শিক্ষার্থী জানায়,সকালে নোটিশ দিয়ে বলে হল ছাড়তে,এত অল্প সময় আমরা কোথায় যাবো,কোথায় থাকবো।
জুবায়ের নামে আরেক শিক্ষার্থী বলেন,হলে ছাত্র থাকায় অধিদপ্তরের কাজ শুরু করতে সমস্যা হচ্ছিল অধিদপ্তরের, এর কারণে কোন কারন ছাড়াই হল বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন খোলা,সেখানে আমাদের বন্ধ, অধ্যক্ষ আমাদের উপর জুলুম করতেছে।
এ বিষয়ে হল সুপার জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
মাদ্রাসার অধ্যক্ষকে এ বিষয় নিয়ে বার বার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।