নির্বাচনী সহিংসতায় ৬ জন নিহত: ইসি সচিব

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।

এ সময় তিনি দাবি করেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে। ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বুধবার (৫ জানুয়ারি) ৭০৮টি ইউপি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সচিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরো ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোট দিতে গিয়ে ছয়জনের মারা গেলো, এ দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, মানিকগঞ্জে একজন, চট্টগ্রামে একজন, বগুড়ায় একজন, গাইবান্ধা একজন, চাঁদপুরে দুজন মারা যাওয়ার ঘটনা দুঃখজনক।