![IMG-20220106-WA0004](https://politicsnews24.com/webcarezone.com/wp-content/uploads/2022/01/IMG-20220106-WA0004.jpg)
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা ই-আলিয়া-এর অনশনরত দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছেন।
আহতদের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢাকেক) ভর্তি করা হয়েছে।
আহত দুই শিক্ষার্থী হলেন- কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুল ইসলাম নাঈম (২৩) এবং ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ আলম (২১)।
জানা যায়, পাঁচজন শিক্ষার্থী অনশন করছিলো। তাদের মধ্যে এই দুইজন অসুস্থ হয়ে পড়েন।
হল সুপারের বাসা ভেঙে ছাত্রাবাসের ভিতরে মাদরাসা ও কারিগরি অধিদফতরের ভবন করার সিদ্ধান্তে শিক্ষার্থীদের প্রতিবাদকে কেন্দ্র করে হঠাৎ হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে রাজধানী বখশিবাজারের ঢাকা আলিয়া মাদরাসার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র.) হল। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একইসংগে মাদরাসার শিক্ষা কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাস না ছাড়লে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হেনস্থা করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
রাকিব নামের একজন শিক্ষার্থী জানান, গতকাল সকালে হল ছাড়ার নোটিশ দিয়েছিলো। কিন্তু আমাদের প্রতিবাদের কারণে প্রিন্সিপাল স্যার বলেছিলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা হলে থাকতে পারবো।
তিনি আরও বলেন, স্যারের কথায় আমরা আশ্বস্ত হলাম। কিন্তু আজকে আবারও নোটিশ দিলো হল বন্ধের। আমরা হল ছাড়বো না। প্রয়োজনে মরবো।