বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইকবাল হক স্বপন ৬টি শটগান, ১০টি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ৫ জানুয়ারী বুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দি ইউনিয়নের হোসন্দি ব্রিজের উপর একটি গাড়ি তল্লাশি করে উক্ত অস্ত্রসহ কৃষিবিদ ডক্টর ইকবাল হক স্বপনসহ ৭ জনকে আটক করা হয়।
বিজ্ঞানী ড. ইকবাল হক স্বপন ৫ম ধাপের ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দি ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর ভাই। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় এফআইআর নং ৮/০৮, জি আর নং ০৮/২২, ধারা ১৯(c)/১৯(f)/২১ – ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রসহ গ্রেফতার হলেও এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার প্রতিষ্ঠান থেকে কোন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি৷
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, গ্রেপ্তারের বিষয়টি আজ শুক্রবার সকালে আমি শুনেছি। সরকারি কাজে আমি চট্টগ্রাম এসেছি। প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।