ঢাবিতে হিজড়াদের ২ পক্ষের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টাকা তোলা নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছে হিজড়াদের দুটি পক্ষ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার ছেলেসহ ৪ জন হিজড়া আহত হয়েছেন৷ আহত হিজড়াদের পরে ঢাকা মেডিকেল কলেঝে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি জায়গায় দফায় দফায় মারামারি হয় তাদের মধ্যে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হাতিরপুল এলাকায় হিজড়াদের দুটি পক্ষ টাকা তুলে থাকে। হাতিরপুল এলাকার হিজড়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাকা তুলতে আসলে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে মারামারি শুরু হয় বিশ্ববিদ্যালয় এলাকার হিজড়াদের সাথে৷ একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজড়াদের পক্ষ হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১) সেখানে গেলে তিনিও আক্রান্ত হন। সাদমান ছাড়াও হিজড়াদের দুই পক্ষের ৩-৪ জন আহত হন। পরে শাহবাগ থানা-পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।