ট্রেনে কাটা পড়ে ৩ নারী নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিকশা ৩ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে গুরুতর তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকশা দারোয়ানী রেল ক্রসিং অতিক্রাম করছিল। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শেফালী বেগম (৩৫) নামের এক নারী শ্রমিক মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে নিয়ে যায়। সেখানে রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারী মারা যান।

নীলফামারী সদর থানার এসআই বাকিনুর জানান, গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তিন জনের অবস্থার অবনতি হয়। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।