
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন। বিএনপি নেতারা এতদিন বলে আসছিল খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, অথচ তিনি দেশে চিকিৎসা নিয়ে আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
আজ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) বেগম জিয়া চিকিৎসা শেষে বাসায় ফেরা নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ বাসায় ফেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে বিশ্বমানের এবং চিকিৎসা ব্যবস্থার যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তাই প্রমাণ করে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না নিয়ে গেলে তিনি বাঁচবেন না একথা বলে বিএনপি এতদিন চরম মিথ্যাচার করেছে।
গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।
বাংলাদেশে খালেদা জিয়ার ‘সুচিকিৎসার ব্যবস্থা নেই’ দাবি করে তাকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করেছিলেন তার ভাই। সাময়িক মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করা হয়।
পরে লিভার সিরোসিস ধরা পড়ায় খালেদাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবারও সরকারের কাছে আবেদন করা হয়। তবে তখনও একই যুক্তিতে তা নাকচ করে বলা হয়, খালেদা জিয়াকে অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’।








