আ. লীগের সভাপতিমণ্ডলীর সভা ৮ ফেব্রুয়ারি

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর এক সভা আহ্বান করা হয়েছে। আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।