দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী যুবলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. একরামুল হককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে ৷
বুধবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
এতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি’২০২২) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. একরামুল হককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জানানো হয়।