শেরপুরে আত্মহত্যা করা সেই কৃষকের বাড়িতে যাবেন কৃষক দলের নেতারা

শেরপুরের নালিতাবাড়ীতে আত্মহত্যা করা কৃষক শফিউদ্দিনের (৫৫) বাড়িতে যাবে জাতীয়তাবাদী কৃষক দলের সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তারা শেরপুরের নালিতাবাড়ীতে যাবেন। এসময় কৃষক দলের প্রতিনিধি দলটি ওই কৃষকের আত্মহত্যা করার স্থানও পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কৃষক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ীতে হৃদয়বিদারক যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি কৃষক শফিউদ্দিনের পরিবারকে সহানুভূতি জানাতে ঘটনাস্থলে যাবে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আবুল বাশার আকন্দ, কর্নেল (অব.) এস এম ফয়সাল, আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লে. (অব.) ড. মোহাম্মদ হারুনুর রশীদ ভূঁইয়া ও মো. রিয়াজ উদ্দিন

এছাড়া কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা এ টিমের সঙ্গে কৃষক সফি উদ্দিনের বাড়িতে যাবেন।