
একটি দেশের উন্নয়নের জন্য কৃষি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কৃষি ক্ষেত্রে উন্নয়নের কারিগর হলেন কৃষিবিদ ও কৃষকরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ তার সুযোগ্য কন্যা কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং কৃষিবিদদের প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে।
কৃষিবিদ দিবস উপলক্ষে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, এদেশের সকল ক্ষেত্রে কৃষিবিদদের অনেক বেশি অবদান রয়েছে। তারা আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশ আজ কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। বাংলাদেশ এখন খাবার এর কোন অভাব নেই। বাংলাদেশে এখন খাদ্যে পরিপূর্ণ একটি দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষিনির্ভর নীতিমালার কারণে দেশের আজ এত উন্নতি। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটেছে। বিএনপি-জামায়াত দেশের এই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা নানা ষড়যন্ত্র করছে। সবাইকে এ নিয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সাড়ে ৭ কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার। তিনি চেয়েছেন দেশের সকল মানুষ খেয়ে বেঁচে থাকুক এটাই ছিল তাঁর স্বপ্ন। তিনি সবসময় তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে গিয়েছেন। আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখতে হবে।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছেন। এটি তার মহান দান। তার এই দানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেদিনকে স্মরণ করেই আজকে আমাদের এই অনুষ্ঠান। কৃষিবিদদের জাতির পিতার মহান আদর্শ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শহীদুর রশীদ ভূঁইয়ার
সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম কামরুজ্জামান, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সহ সহস্রাধিক কৃষিবিদ।








