![bb3d711a79e8c2085af97ad17092c68a-586501d4dc306](https://politicsnews24.com/webcarezone.com/wp-content/uploads/2021/11/bb3d711a79e8c2085af97ad17092c68a-586501d4dc306.jpg)
শপথ নিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে সিইসিকে শপথ বাক্য করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সিইসিকে শপথ বাক্য পাঠ করানোর পর প্রধান বিচারপতি একে একে অপর চার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অফিস করবেন নতুন নির্বাচন কমিশনাররা।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।