আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে শ্রম ভবনে পোস্টার লাগিয়ে বিভাগীয় শ্রমদপ্তর ঢাকার পরিচালক আবু আশরাফীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। গতকাল ২৭ ফেব্রুয়ারী রবিবার দুপুরে শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে ঢাকার বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীরা শ্রম প্রতিমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেন।
ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-১ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সরকার স্বাক্ষরিত চিঠিতে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-১ ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং-ঢাকা-৩০৯৩) রমনা, ঢাকা এর কার্যকরী কমিটির নির্বাচন নিয়ে ঢাকা বিভাগের পরিচালক আবু আশরীফ মাহমুদ আইনের তোয়াক্কা না করে মনগড়া নির্বাচন কমিশন করে প্রহসনের নির্বাচন করতে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। এই নির্বাচন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিমন্ত্রী বরাবর আবেদন করা হয়।