জানাজা শেষে বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১২টার দিকে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়েছে।
এর আগে, রোববার সকাল সোয়া ১০টার দিকে মরহুমের মরদেহবাহী গাড়ি জাতীয় ইদগাহে এসে পৌঁছায়। পরে সাড়ে ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাযা পড়ান বাংলাদেশ সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব আবু সালেহ মো. সলিমুল্লাহ।
তাঁর জানাজার নামাজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্বাবধানে অনুষ্ঠিত হয়।
দাফনের সময ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর উপস্থিত ছিলেন।
দাফন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিএনসিসি পক্ষ থেতে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।