যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার খুবই গোস্যা হয়েছে: রিজভী

র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী সরকারের অতি আদরের ধন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার খুবই গোস্যা হয়েছে। তাদের মনে খুবই দুঃখ-কষ্ট, কেন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো? এখন নানাভাবে কাজ করে যাচ্ছে নিষেধাজ্ঞা তোলার জন্য।’

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে তামাই গ্রামে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের উদ্যোগে এই অনুষ্ঠানে জাসাসের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম হিটো ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তোলার জন্য এখন ভারতের কাছে ধর্না দিয়ে তদবির করা হচ্ছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ওখানে কিছুটা হলেও আইনের শাসন আছে। নিশ্চয়ই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের তদবির ভারত করবে না। বাংলাদেশের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার জন্য ভারত কাজ করবে, এটা দেশের মানুষ বিশ্বাস করে না।’