যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২০

নেত্রকোণায় যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে নেত্রকোণাগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন এবং সুপারভাইজার সুহেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি অতিরিক্ত ধানবোঝাই থাকার কারণে উদ্ধার করতে সময় লেগেছে।