
ইউক্রেনের দনবাসএলাকার পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুই শহরে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (২৫ মে) ভোরের আগে এই হামলা শুরু করেছে তারা।
ফলে ওই অঞ্চলে আটকে থাকা বেসামরিক নাগরিকদের পালানোর জন্য শেষ প্রধানটি পথ বন্ধ হয়ে গেছে। এর আগে ওই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া।
রয়টার্স জানিয়েছে কিয়েভ বা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে ব্যর্থ হওয়ার পর, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ নিয়ে গঠিত দনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।
ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া সিভারস্কি দোনেৎস্ক নদীর পূর্ব তীরে অবস্থিত সিভিয়েরোদোনেৎস্ক শহর এবং পশ্চিম তীরের লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার আশায় তিন দিক থেকে আক্রমণ করেছে।
জানিয়েছে ওই পথের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার হামলা অব্যাহত আছে। মঙ্গলবার তারা দনবাসে নয়টি রুশ হামলা প্রতিহত করেছে। সেখানে রুশ বিমান, রকেট লঞ্চার, আর্টিলারি, ট্যাংক, মর্টার এবং ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।










