বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এখন চলছে সম্মেলনের প্রথম অধিবেশন।
এরআগে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পয়ারা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধানবক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
এর আগে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন শনিবার (২৮ মে) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা দেরিতে শুরু হয়। তবে সকাল থেকেই সম্মেলনের স্থান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে মিছিল নিয়ে আসেন লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলার আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা।
সর্বশেষ ২০১০ সালে ২৩ জুলাই আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক পার্থ সারথীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবলীগ কমিটি ঘোষণা দেওয়া হয়।
এবার সম্মেলনের তারিখ ঘোষণা করার পর দক্ষিণ জেলায় সভাপতি পদে ১৩ ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দিয়েছেন।