মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপি ও গণসংহতি আন্দোলন একমত হয়েছে। অত্যন্ত আশার কথা এই যে আমরা এই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছি।’
মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই জানেন, এই সরকারকে সরাতে না পারলে দেশে কোনো পরিবর্তন আসবে না। সে কারণেই বারবার করে বলে আসছি একটা গণঅভ্যুত্থান ও গণ আন্দোলনের প্রয়োজন। যার মধ্য দিয়ে দেশের মানুষকে একতাবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে ভয়াবহ এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি।’
তিনি বলেন, ‘বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ও আমরা একমত হয়েছি, এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, একটা নিরপেক্ষ-নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে, একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে পার্লামেন্ট ও সরকার গঠিত হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার ব্যবস্থার নাম নিয়ে মৌলিক কোনো মতভেদ দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে শব্দ ও নামের ব্যাপারে মতভেদ থাকতে পারে। এটা নিয়ে সমস্যা হবে না, আমরা আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে সক্ষম হবো।’