ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার দেশের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে রয়েছে ভূমি, অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপ এবং মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চল। খবর বার্তা সংস্থা এএফপির।
বৃহস্পতিবার (২ জুন) লুক্সেমবার্গের আইন প্রণেতাদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
বক্তৃতায় জেলেনস্কি বলেন, আমাদের ভূখণ্ডের ২০ শতাংশ, অর্থাৎ প্রায় ১২৫,০০০ বর্গ কিমি রুশ দখলদাররা নিয়ন্ত্রণ করছে। তাদের (রুশ) দখলকৃত অঞ্চলের পরিমাণ বেনেলাক্স দেশের আয়তনের চেয়েও অনেক বেশি।
তিনি আরও বলেন, আগ্রাসন শুরু হয়েছে ৮ বছর আগে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অংশে আক্রমণ শুরু করেছে এবং তারা প্রায় ৪৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা
নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ ছাড়া দখলকৃত এলাকার মধ্যে ক্রিমিয়া, ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের একটি বড় অংশ অন্তর্ভুক্ত আছে।