তিতুমীর কলেজ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হলেন আমিনুল

দীর্ঘ চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রবিবার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পদে স্থান পাওয়া ৩২১ জনের নাম-পদবি রয়েছে।

এতে ৩২১ জনের মধ্যে সমাজসেবা সম্পাদক পদে স্থান পেয়েছেন আমিনুল ইসলাম মোড়ল।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আমিনুল ইসলাম মোড়ল সরকারি তিতুমীর কলেজের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি শিবচর থানার মাদারীপুরে।

কমিটিতে তার স্থান পাওয়া নিয়ে জানতে চাইলে আমিনুল বলেন, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। নেতৃত্ব আসমানের ফয়সা থেকে আসে। আমি আমার দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, আমার নেতা তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সসম্পাদক জুয়েল মোড়ল। তিনি আমার উপর যে আস্থা রেখেছেন। তার আস্থার প্রতিদান হিসেবে সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করার এখনি সঠিক সময়।

২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রিপন মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করে সহ সভাপতি ১৫, যুগ্ম-সাধারণ সম্পাদক ৫ জনকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো।