আ.লীগের উপদেষ্টা মুকুল বোসের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

আ.লীগের উপদেষ্টা মুকুল বোসের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধাআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুকুল বোসের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুকুল বোসের মরদেহ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়।

প্রথমে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসকে গার্ড অব অনার দেওয়া হয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মৃনাল কান্তি দাস, আহমদ হোসেন, মোজাফফর হোসেন পল্টু, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, এসএম কামাল, বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এরপর সমীর চন্দ্রের নেতৃত্বে কৃষক লীগ, মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যু্বলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানায়।

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোরে মারা যান মুকুল বোস। রোববার (৩ জুলাই) তার মরদেহ দেশে আনা হয়।