যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে আওয়ামী সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ঈদের দ্বিতীয় দিনে দিনদুপুরে প্রকাশ্যে ধোনিকে তার বাড়ির সামনে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় তিনি নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এলাকাবাসী তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি করেন।
তিনি বলেন, বুধবার (১৩ জুলাই) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে।
সরকারের নির্দেশেই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, দেশব্যাপী সরকার হত্যাযজ্ঞে মেতে উঠেছে। দেশে বেকারত্ব, দারিদ্র্য, অনাহার, জিনিসপত্রের অগ্নিমূল্য থেকে দৃষ্টি সরাতেই এসব হত্যাকাণ্ড।