
বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার।
রবিবার ( ২৪ জুলাই) সন্ধ্যায় দ্যা বেঙ্গল ক্লাব, কলকাতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার আয়োজন করেছে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ।
ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির কুমার বাজরিয়া’র সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
প্রসঙ্গত কিছুদিন আগে তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক চেকআপের জন্য বাহাউদ্দিন নাছিম ভারত যাচ্ছেন।









