নিবন্ধন সনদ পেল পলিটিক্স নিউজ

নিবন্ধন সনদ পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন গণমাধ্যম পলিটিক্স নিউজ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে পলিটিক্স নিউজের প্রকাশক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকের কাছে নিবন্ধন সনদ হস্তান্তর করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।

এর আগে গত ১৪ জুলাই নিবন্ধনের অনুমতি পায় পলিটিক্স নিউজ। সরকারি বিধি-বিধান অনুসরণ করে আজ নিবন্ধন সনদ পেল প্রতিশ্রুতিশীল গণমাধ্যমটি।

মাত্র কয়েক বছর আগে যাত্রা করে পলিটিক্স নিউজ ২৪ ডট কম। যাত্রার কিছুদিনের মধ্যেই চমক দেখাতে শুরু করে পলিটিক্স নিউজ ২৪ ডট কম। নানা খবর তুলে ধরে গণমাধ্যমটি জনপ্রিয়তায় এগিয়ে যায়। আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছে এ অনলাইন।