বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, বিএনপি-জামাত নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখছে। অগ্নি সন্ত্রাসীদের মানুষ ঘৃণা করে। দেশবাসী তাদের লালকার্ড দেখিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও জনগণ তাদের ‘না’ বলবে।
আজ বুধবার (২৭ জুলাই) পটুয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, সেবা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী সেবার মনোবৃত্তি নিয়ে যেকোনো দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাড়ায়। সেনাসমর্থিত তত্ত্বাবধায়কসরকারের সময় এ সংগঠন বঙ্গবন্ধু কন্যার মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।
আফজাল হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক বিএনপি দেশে শান্তি বিনষ্ট করতে চায়। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী বিএনপি-জামাতের অপতৎপরতা রুখে দিতে হবে।
স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি সাহানুর হকের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজীবের সঞ্চালনায়
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সংরক্ষিত নারী আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস।