সীমান্তের সার্বিক বিষয়ে বুধবার বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বুধবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, ভূমি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহা-পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের মহা-পরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং জননিরাপত্তা বিভাগের সব অতিরিক্ত সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তের সার্বিক বিষয়ে আলোচনার লক্ষ্যে একটি সভা বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এতে সভাপতিত্ব করবেন।

সভায় উপস্থিত থাকার জন্য অথবা একজন উপযুক্ত প্রতিনিধি পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়।