জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে গণমানুষের।
সোমবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তারপরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বর।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই অগণিত মানুষের পদচারণে ভরে ওঠে ৩২ নম্বর সড়ক। সবার হাতে ছিল ফুল। শ্রদ্ধা জানাতে অপেক্ষা করেন ভবনের আশপাশের রাস্তায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষই ছিল এই সারিতে।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ, তাঁতী লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
ব্যক্তিগতভাবেও হাজারো মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিআরটিসি, বিআরডব্লিউটিএ, চিনিশিল্প কর্পোরেশন, বাংলা একাডেমি, পল্লী উন্নয়ন বোর্ড, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি(জেপি), ওয়ার্কাস পার্টি, ন্যাপ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।