২১ আগস্ট নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দিনটিকে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। এদিনে নানা কর্মসূচি পালন করে দলটি। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এরমধ্যে ২১ আগস্ট সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ১০টায় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলাচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।