২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আ.লীগের শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা জানানো হয়।

গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয় আওয়ামী লীগ। যাতে আলোচনা সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসেন। তবে নিরাপত্তার কারণে মূল ফটকে প্রবেশ করতে পারেননি তারা।

এ সময় জিরো পয়েন্ট, গোলাপ শাহ মাজারসহ আশপাশে এলাকায় কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকেই শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে ও শ্রদ্ধা শেষে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মী নিহত হন।