পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন জিয়া : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ফুটে ওঠে পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন জিয়াউর রহমান। ক্ষমতা দীর্ঘায়িত করতে বিমান বাহিনী ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা করেছিলেন জিয়া।

সোমবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ‘বিভীষিকাময় ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছিল বিএনপি। তারেক জিয়ার তত্ত্বাবধানে বাংলা ভাই, জেএমবির সৃষ্টি হয়েছিল। এমনকি ২১ আগস্টে নেত্রী (শেখ হাসিনা) যখন মানব প্রাচীর তৈরি করে বেরিয়ে গেলেন তার গাড়ির চাকা পাংচার করা হয়। গ্রেনেড ছুড়ে (মারতে) না পেরে গুলি পর্যন্ত ছোড়া হয়। এরকম নৃশংসতা আর কোথাও নেই।

বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি যতই বলে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না এবং আন্দোলন করে আমরা সরকার পতন করবো। কিন্তু ওরা মুখে যতই আন্দোলনের কথা বলুক তারা ভেতর ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গঠিত নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।

তিনি বলেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উত্থান কেউ সমর্থন করবে না। ক্ষমতায় আসতে হলে সহজ সরল ও সিরাতুল মোস্তাকিমের পথ ধরে ক্ষমতায় আসতে হবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদের পথ ধরে ক্ষমতায় আসতে পারবে না। আগামী নির্বাচনে আওয়ামী পরিবার যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই পরিবারের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকে চূড়ান্ত রূপ দিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানোর ঘটনা ইতিহাসে বিরল। আর কোনো কালক্ষেপণ না করে আমরা বিচারিক আদালতে এই হামলার চূড়ান্ত রায় দেখতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন।