রোহিঙ্গা সংকট সমাধানে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও খুব একটা এগিয়ে আসছে না। এটি সরকারের কূটনৈতিক ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, রোহিঙ্গারা দিন দিন বোঝা হয়ে যাচ্ছে। এ সংকট সমাধানে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন পেতে এই সরকার ব্যর্থ হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, আন্তর্জাতিক মহল চাপ না দিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না। এজন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।