ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শেষ হলো সাত কলেজের ভর্তি যুদ্ধ।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়।
ঢাবির অনলাইন ভর্তি কমিটির সূত্রে জানা যায়, বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করেছেন ২৬ হাজার ১৪৭ জন শিক্ষার্থী। বিপরীতে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। অর্থাৎ এবার প্রতিটি আসনের জন্য লড়বেন ৪ জন শিক্ষার্থী।
গাইবান্ধা থেকে তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সুমাইয়া বলেন, হলের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। ফোন রাখার জন্য তিতুমীর কলেজের জেলা ছাত্রকল্যাণ সহায়তা করেছে। হলের পরিবেশ-ও যথেষ্ট ভালো ছিল।
এদিকে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মারুফ বলেন, ভিড়ের জন্য পরীক্ষার কেন্দ্রে ঢুকতে একটু অসুবিধা হয়েছে তবে হলের ভেতরের পরিস্থিতি ভালো ছিল।
এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরের। সেখানে মূল পরীক্ষায় থাকবে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর মোট ২০ নম্বর থাকবে।
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।